হাওড়া , ২৯ এপ্রিল:- কোভিড টেস্ট না করিয়েও টাকা দিলেই মিলছিল চাহিদামতো কোভিড রিপোর্ট। নজরে আসতেই থানায় অভিযোগ দায়ের করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে দুই ল্যাব কর্মীকে। টাকার বিনিময়ে চাহিদামতো কোভিডের ভুয়ো রিপোর্ট বানিয়ে কর্তৃপক্ষের অলক্ষ্যে বেআইনি কারবার ফেঁদে বসেছিলেন হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালের দুই ল্যাব কর্মী। রীতিমতো ওই হাসপাতালের লেটার হেড, স্ট্যাম্প ব্যবহার করছিল তারা এমন অভিযোগও উঠে আসে। বিষয়টি নজরে আসতেই ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়। গোলাবাড়ি থানায় ওই দুই ল্যাব কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।
অভিজিৎ মাইতি ও অমিত কুমার লাহাকে গ্রেফতার করে পুলিশ। এদের হাওড়া আদালতে তোলা হয়। এদের দুজনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ জানান, অসৎ উপায় অবলম্বন করে কোভিড টেস্ট না করেই টাকার বিনিময়ে মানুষের চাহিদামতো এরা ভুয়ো কোভিড রিপোর্ট বানাচ্ছিল। হাসপাতালের লেটার হেড, স্ট্যাম্প ব্যবহার করছিল এরা। অভিযোগ পেয়েই তদন্তে নেমে এদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।পুলিশ সূত্রের খবর, বুধবার এদের দুজনকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার দুজনকে আদালতে তোলা হলে অভিজিৎকে ৩ দিনের এবং অমিতকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।