এই মুহূর্তে জেলা

ফোন পে-তে প্রতারনা , দু’মাস কেটে গেলেও অধরা প্রতারক !

সুদীপ দাস , ২৮ এপ্রিল:- প্রধানমন্ত্রী যোজনার নাম করে ফোন। সেই ফোনে সাড়া দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেলো ২লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। টানা দু’মাস কেটে গেলেও পুলিশের জালে ধরা পরলো না প্রতারক। ঘটনাটি চন্দননগর থানার বড়বাজার এলাকার। ওই এলাকার বাসিন্দা তথা পেশায় রেল কর্মী সুশীল কুমার চালের কন্যা অন্বেষা চাল(২৫)। অন্বেষা চন্দননগর পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রী। গত ২৩শে ফেব্রুয়ারী অন্বেষার মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপারের ব্যাক্তি নিজেকে দীপক রায় পরিচয় দিয়ে বলে আমি ফোন পে-র সিনিয়ার অফিসার বলছি। আপনার ফোন পে-তে প্রধানমন্ত্রী যোজনা থেকে একটা ৪ হাজার ৮০০ টাকার গিফট ভাউচার এসেছে। সঙ্গে সঙ্গে অন্বেষা ফোন পেতে চেক করে দেখেন একটা গিফট ভাউচারের মেসেজ এসেছে। ফোনের ওপারে থাকা ব্যাক্তি অন্বেষাকে বলে মেসেজের রিড ইনে ক্লিক করতে।

কিন্তু সেখানে কোন রিড ইন নয়, শুধুমাত্র সেন্ড অপশন ছিলো। দীপকের কথা মতো সেই সেন্ড অপশনে ক্লিক করতেই ওটিপি আসে দীপককে সেই ওটিপি বলতেই প্রথমে ৪ হাজার ৮০০ টাকা ডেবিটেড হয়ে যায়। সেই টাকা ফেরতের আশায় এক এক করে মোট ২৩ বার সেন্ড অপশনে ক্লিক ও ওটিপি বলে দেওয়ায় বিভিন্ন অঙ্কের টাকা কেটে মোট ২ লক্ষ ৭৪ হাজার ১০৪ টাকা কেটে নেওয়া হয়। এরমধ্যে মাঝে কয়েকবার টাকা ক্রেডিটেডও হয়েছিলো। সেই বিশ্বাসে বারবার একই ভূল করে এতগুলো টাকা খোয়া যায় অন্বেষার। তারপর চন্দননগর থানা ও চন্দননগর কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ জানালেও আজ অবধি কোন কাজ হয়নি। অন্বেষার বাবা সুশীল কুমার চাল বলেন চলতি মাসের আমার অবসর গ্রহনের পালা। শরীরের অবস্থা ভালো নয়, কখন কি হয়ে যায় জানি না। তাই মেয়ের অ্যাকাউন্টের আমার গচ্ছিত অর্থ রেখে দিয়েছি। কিন্তু এখনকার দিনের মেয়ে হয়ে ও এতগুলো টাকা এভাবে খোয়াবে ভাবতে পারিনি!