কলকাতা , ২৭ এপ্রিল:- রাজ্য সরকার সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী শুক্রবার এর পরে রাজ্যের দেওয়া ভ্যাকসিন এর পুরনো স্টক সরকারকে ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নিয়ে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালগুলোকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামী পয়লা মে থেকে টিকাকরণ চালাতে হলে সব বেসরকারি হাসপাতালকে উৎপাদনকারী সংস্থার কাছ থেকে তাদের নির্ধারিত দামে ভ্যাকসিন কিনে নিতে হবে বলে জানানো হয়েছে।
এই জন্য টিকাকরণ যদি সাময়িকভাবে বন্ধ রাখতে হয় তবে সাধারণ মানুষকে তা আগাম নোটিশ দিয়ে জানাতে হবে বলেও জানানো হয়েছে। সবাইকে অনলাইনে কো উইন অ্যাপে নাম নথিভুক্ত করে তবেই টিকা নিতে হবে। উল্লেখ্য আগামী পয়লা মে থেকে ১৮ বছর বা তার বেশি বয়সীদের করনা ভ্যাকসিন দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে। এই দিকে অক্সিজেন অপচয় রুখতে কি পদ্ধতি গ্রহণ করতে হবে তা নিয়েও স্বাস্থ্য দপ্তর আজ একটি গাইডলাইন প্রকাশ করেছে।