এই মুহূর্তে জেলা

সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার স্বপ্ন পুর্ন হল না , দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু যুবকের।

ব্যারাকপুর , ২৬ এপ্রিল:- সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার স্বপ্ন পূরণ হল না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। উচ্চ মাধ্যমিক পাশ করে ইন্দিরা গান্ধী ওপেন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পড়ছিল। পাশাপাশি সেনাবাহিনীতে যোগ দেবার প্রশিক্ষণ নিচ্ছিল। দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হলো এক তরতাজা যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার গুপ্তার বাগান এলাকায়। মৃত যুবকের নাম অনুরাগ সাউ (২০)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পড়াশুনা করে দরজা খুলে বাইরে শৌচকর্ম করতে বেরিয়েছিল অনুরাগ। ঠিক সেই সময় দুষ্কৃতীরা পরপর তিনটি বোমা ছোঁড়ে। প্রথম বোমাটি ওঁর ডান কাঁধে লাগে। রক্তাক্ত অবস্থায় অনুরাগ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।

তড়িঘড়ি তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় অনুরাগের বাবা বাড়ির সামনে পায়চারি করছিলেন। প্রথম বোমা পড়তেই তিনি বাড়ির পাশে একটি বাড়ির কোনে লুকিয়ে পড়েন। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ বাবা অশোক সাউ জানান,প্রতিনিয়ত এলাকায় কোথাও না কোথাও দুষ্কৃতীরা বোমাবাজি চালাচ্ছে। অথচ প্রশাসন কাউকেই গ্রেফতার করেছে না। যদি আগে থেকে দুষ্কৃতীদের পুলিশ গ্রেফতার করত তাহলে আজ আমার ছেলেকে এই ভাবে প্রান দিতে হত না। তিনি সাফ জানান,আমার ছেলে রাজনৈতিক হিংসার বলি। এদিকে তরতাজা এই যুবকের মৃত্যুতে রীতিমত শোকের ছায়া নেমে এসেছে গুপ্তার বাগান এলাকায়।