এই মুহূর্তে জেলা

করোনা কেড়ে নিল খড়দহের তৃণমূল প্রার্থী তথা ভুমিপুত্র কাজল সিনহার প্রান।


ব্যারাকপুর , ২৫ এপ্রিল:- করোনা কেড়ে নিল খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার প্রান। করোনা আক্রান্ত হয়ে তিনি কোলকাতার আই ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে রবিবার সকাল সোয়া নটা নাগাদ সবাইকে কাঁদিয়ে চলে গেলে সবার প্রিয় ও কাছের মানুষ কাজল সিনহা। কাজলবাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই খড়দহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল প্রয়ানে খড়দহের রাজনৈতিক মহল ও অরাজনৈতিক মহল কার্যত বাকরুদ্ধ। গত ২২ তারিখ খড়দহ বিধানসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু শাসকদলের এই পার্থীর মৃত্যুর খবর এলাকায় পৌছাতেই তার অনুগামী ও কর্মী-সমর্থকেরা একপ্রকার দিশেহারা হয়ে পড়েছে।

মুলত ছাত্র রাজনীতি থেকে কাজলবাবুর রাজনীতিতে প্রবেশ। পরে তিনি খড়দহ পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদেও তিনি দীর্ঘদিন আশিন ছিলেন। বছর খানেক আগে তিনি খড়দহ পুরসভার পুরপ্রশাসক পদের দ্বায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছেন। তবে খড়দহ এলাকার সাধারণ মানুষের কাছে কাজলবাবু সমাজসেবী হিসেবেই বেশি পরিচিত ছিলেন। গরীবের সবসময়ের সাথী কাজলদা আজ আর নেই এটা ভাবতেই পারছেন না এলাকার আপামোর সাধারণ মানুষ। এদিন তার মৃত্যুর খবর আসতেই এলাকার অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। ছোটবেলা থেকেই কাজলবাবু খড়দহের পানশিলা এলাকার বাসিন্দা। এক কথায় তিনি খড়দহের ভুমিপুত্র ছিলেন।