এই মুহূর্তে জেলা

দ্রুত হারে হাওড়াতেও বাড়ছে করোনা , বালিটিকুরি ইএসআই হাসপাতালে ১০০ শয্যার সেফ হোম চালু।

হাওড়া , ১৮ এপ্রিল:- দ্রুত হারে হাওড়াতেও বেড়ে চলেছে করোনা। পরিস্থিতির কথা মাথায় রেখে বালিটিকুরির ইএসআই হাসপাতালে ১০০ শয্যার সেফ হোম চালু করা হচ্ছে স্বাস্থ্য দফতরের উদ্যোগে।হাওড়ায় চালু হচ্ছে কোভিড সেফ হোম। বালিটিকুরি ইএসআই হাসপাতালের পুরনো ভবনেই ১০০ শয্যার ওই সেফ হোম চালু হচ্ছে। সোমবার অথবা মঙ্গলবার থেকেই চালু হয়ে যাবে ওই সেফ হোম। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সব ধরনের ব্যবস্থা থাকছে সেখানে। মূলত উপসর্গহীন বা মৃদু উপসর্গের করোনা রোগীদের রাখা হবে। সেখানে রোগীদের চিকিৎসার পাশাপাশি যোগা ও মিউজিক থেরাপির ব্যবস্থা থাকবে। সেফ হোম তৈরির কাজ প্রায় শেষ। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানান, বালিটিকুরি ইএসআই হাসপাতালে কোভিড রোগীদের জন্য ৬০০ বেড থাকছে। এর মধ্যে হাসপাতালের ওল্ড বিল্ডিংয়ে ১০০ বেড নিয়ে সেফ হোম করা হচ্ছে। এছাড়াও সত্যবালা আইডি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার জন্য ৫০টি বেড ও ঘুসুড়ির টিএল জয়সোয়াল হাসপাতালে আড়াইশ বেড রাখা হয়েছে।

তবে, গত বছরের মতো ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে পরবর্তী ক্ষেত্রে সেফ হোম করা হতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গত বছর করোনা পরিস্থিতিতে ডুমুরজলা স্টেডিয়ামে কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছিল। কিন্তু পরে হাওড়ায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর অনেক দিন আগেই তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এবার ফের করোনায় সেকেন্ড ওয়েভ আসার পর হাওড়াতেও দৈনিক করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করে। তাই স্বাস্থ্য দফতরের তরফ থেকে এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে হাওড়ায় এখন ৪০০ জন কোভিডে আক্রান্ত হচ্ছেন। সেই জন্য সরকারি হাসপাতালের শয্যা বাড়ানো হয়েছে। বেসরকারি হাসপাতালগুলিকেও কোভিডের চিকিৎসা শুরু করতে উদ্যোগ নিতে বলা হয়েছে। উত্তর হাওড়ার গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে ৩০টি বেড নিয়ে কোভিডের চিকিৎসা শুরু হয়েছে। এছাড়া, হাওড়া পুরনিগমও ফের কোভিড রোগীদের জন্য টেলিমেডিসিন পরিষেবা চালু করছে।