এই মুহূর্তে জেলা

স্কুল শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ার দাশনগরে।

হাওড়া , ১৭ এপ্রিল:- এক স্কুল শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার দাশনগরে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান সিঁড়ি থেকে পড়ে দুর্ঘটনাবশত মৃত্যু হতে পারে তাঁর। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, মৃত শিক্ষিকার নাম বন্দনা পাখিরা। তবে, সম্পত্তিগত কারণে এই ঘটনা কিনা তা এখনও পরিষ্কার নয়। যদিও ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে মৃতার পরিবারের দাবি, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বন্দনাদেবীর। এই ঘটনায় দাশনগর থানা এলাকার জেলেপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে, প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, অবিবাহিতা ওই শিক্ষিকা বাড়ির তিনতলায় একাই থাকতেন। তিনি একটি স্কুলের প্রধান শিক্ষিকা পদে ছিলেন।

পাশাপাশি রাজনীতির সঙ্গেও ওতোপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি। অভিযোগ, বাড়ির অংশ নিয়েই মূলত পরিবারের সঙ্গে তাঁর মতান্তর ছিল। বুধবার কোচিংয়ের ছাত্র-ছাত্রীদের বকাবকি করার বিষয় নিয়েও অশান্তি হয় বলে জানা গেছে। ঘটনার দিন দুপুর ১২-২০ নাগাদ ফোন করে ডাক্তারের কাছে যাওয়ার জন্য এক প্রতিবেশীকে ডাকেন বন্দনাদেবী। তিনটের সময় যাওয়ার কথা বলেন। কিন্তু তারপরই বন্দনাদেবীর মৃত্যুর খবর জানাজানি হয়। মৃতার পরিবারের দাবি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় বন্দনা দেবীর। উল্লেখ্য, হাওড়ার পুরনিগমের প্রাক্তন এক কাউন্সিলরের বোন ছিলেন বন্দনা। এদিকে, হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে মনে হয়েছে সিঁড়ি থেকে পড়েই মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য বন্দনাদেবীর দেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত তথ্য জানা যাবে।