এই মুহূর্তে কলকাতা

কলকাতা বিমানবন্দরে চার রাজ্য থেকে আসা যাত্রীদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে।

কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরে চার রাজ্য থেকে আসা যাত্রীদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। মহারাষ্ট্র, কর্নাটক, কেরল ও তেলঙ্গানা থেকে যে যাত্রীরা কলকাতা বিমানবন্দরে নামবেন, তাঁদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামহলক করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। সরকারি সূত্রে খবর, মহারাষ্ট্র, কেরল, কর্নাটক ও তেলঙ্গানা থেকে আসা যাত্রীদের বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই কলকাতা বিমানবন্দরে নামতে দেওয়া হবে। এক্ষেত্রে র‍্যাপিড টেস্ট নয়, শুধুমাত্র রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট দেখানোরই নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও থাকবে।