এই মুহূর্তে জেলা

জামিন পেলেন নবান্ন অভিযানে অস্ত্র সহ গ্রেফতার হওয়া বলবিন্দর সিং।

হাওড়া , ১৯ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং জামিন পেলেন। সোমবার তাঁকে হাওড়া সিজেএম আদালতে তোলা হলে আড়াই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে এই মামলায় ধৃত বিজেপি যুব মোর্চার রাজ্য নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও বিজেপি নেতা আনন্দ সোনকারকে এদিন আদালতে তোলা হলে বিচারক তাঁদের দুই দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন। গত ৮ অক্টোবর বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানের দিন হাওড়া ময়দান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই তিনজন সহ আটজনকে।

তিন জনের পুলিশ হেফাজত ও বাকি পাঁচ জনের জেল হেফাজত হয়েছিল। এদিন হাওড়া সিজেএম কোর্টে পুলিশ হেফাজতে থাকা বলবিন্দর সহ তিনজনকে আদালতে তোলা হয়েছিল। উল্লেখ্য, নবান্ন অভিযানে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। পুলিশকে মারধর, বেআইনি সমাবেশ, পুলিশের কিওস্ক-এ আগুন, ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন লঙ্ঘন, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল।