এই মুহূর্তে জেলা

স্বামীর আত্মহত্যার দৃশ্য ক্যামেরাবন্দী করে জেল হেফাজতে গেল স্ত্রী।

হাওড়া , ১৩ এপ্রিল:- স্ত্রীর মোবাইলে অন্য পুরুষের সঙ্গে নিজের স্ত্রীর ছবি দেখে আত্মঘাতী যুবক। আর সেই আত্মহত্যার ভিডিও করলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ায় বালির তর্ক সিদ্ধান্ত লেনে। যুবকের মৃত্যুর দু’দিন পর উদ্ধার হয় মোবাইল। মোবাইল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে বালি থানার পুলিশ সোমবার বিকেলে গ্রেফতার করে মৃতের স্ত্রীকে। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে স্ত্রীর জেল হেফাজতের আদেশ দেওয়া হয়। স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, বালির বাদমতলার বাসিন্দা আমন সাউ পেশায় মঙ্গলাহাটের কাপড় ব্যবসায়ী ছিলেন। আমনের সঙ্গে লিলুয়ার বাসিন্দা নেহার বিয়ে হয় গত ১১ ডিসেম্বর। বিয়ের পর কিছুদিন ভাল কাটলেও পরে এদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। আমন জানতে পারে নেহার সঙ্গে হুগলির উত্তরপাড়ার এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে।

এই নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। অভিযোগ, সংসারে মন ছিলনা নেহার। আমনের পরিবারের অভিযোগ মাঝেমধ্যেই পার্টি করে নেহা অনেক রাতে বাড়ি ফিরতেন। এদিকে, নেহার মোবাইলে প্রেমিকের সঙ্গে আপত্তিকর ছবি পেয়ে যান আমন। গত ৮ এপ্রিল রাতে এনিয়ে অশান্তি চরমে ওঠে। তখন নেহা মোবাইলে তার স্বামীর কথোপকথন রেকর্ড করতে থাকে। তখনই উত্তেজিত হয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে দেয় আমন।আর সেই ঘটনা ক্যামেরাবন্দী হয় নেহার মোবাইলে। অভিযোগ, ওই অবস্থায় আমনকে বাঁচানোর চেষ্টা করেননি স্ত্রী নেহা। এমনই অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন নেহা। শ্বশুরবাড়ির লোকেরা তার মোবাইল কেড়ে পুলিশকে জমা দেন। বালি থানায় নেহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমনের বাবা। বালি থানার পুলিশ সোমবার বিকেলে নেহাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে হাওড়া আদালতে তোলা হলে জেল হেফাজত হয়।