ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- দোরগোড়ায় নির্বাচন কড়া নাড়ছে। কিন্তু ফের নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ার মাদ্রালের জয়চন্ডিতলার একটি ক্লাবের ভেতর থেকে প্রচুর কৌটো বোমা, বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এলাকাটি ভাটপাড়া থানার অন্তর্গত হলেও জগদ্দল বিধানসভার অধিনস্থ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ মাদ্রালের চণ্ডীতলা এলাকার ওই ক্লাবটিতে হানা দেয়। ওই ক্লাবটিতে হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে কৌটো বোমা,বোমা তৈরির মশলা,গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এদিকে ভোটের মুখে ফের ভাটপাড়া এলাকায় বোমা,গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও এতগুলো বোম-গুলি কে বা কারা ওই ক্লাবের ভেতর মজুত করে রেখেছিল তা তদন্তকারীরা খতিয়ে দেখছে। যদিও বোম-গুলি মজুতের ঘটনায় জড়িত সন্দেহে এলাকার কুখ্যাত দুষ্কৃতী অঙ্কিত সাউ,লক্ষন দেবনাথ সহ বেশে কয়েকজন সন্দেহ ভাজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে আগামী ২২ শে এপ্রিল বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল স্থানীয় প্রশাসন।
Related Articles
বাংলাকে দরাজ সার্টিফিকেট রাষ্ট্রপতির।
কলকাতা, ১৭ আগস্ট:- ঝটিকা সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলাকে দরাজ সার্টিফিকেট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক তারকাখচিত অনুষ্ঠানে আজ কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে নৌসেনার নতুন স্টেলথ গাইডেড-মিসাইল ফ্রিগেটের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বাংলার শিল্প-সংস্কৃতি ও মেধা সম্পদের ভূয়সি প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন, “ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটি পশ্চিমবঙ্গে আমার দ্বিতীয় সফর। কলকাতার প্রাণবন্ত […]
প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক সুস্থতা কামনা করে সকাল থেকেই শুরু হলো যজ্ঞ।
বীরভূম, ১১ আগস্ট:- দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক সুস্থতা কামনা করে সকাল থেকে যজ্ঞ শুরু হলো বীরভূমের নানুর থানার কীর্নাহারের জপেশ্বর মন্দিরে। গত দুদিন আগে দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান প্রণব মুখোপাধ্যায়। এরপরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি কে। রবিবার প্রণব মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার হয় । প্রাক্তন রাষ্ট্রপতি […]
নেতাজীকে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২২ জানুয়ারি:- রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর কলকাতা শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে। শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্যে দিয়ে শুরু হওয়া এই শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং আধিকারিকরা উপস্থিত রয়েছেন। প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা রেড রোডে শেষ হবে। এই […]