এই মুহূর্তে কলকাতা

প্রথম তিন দফার ভোটে বিজেপি ৬৮ টি আসন পাবে বলে দাবি অমিত শাহের।

কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্যে প্রথম তিন দফার ভোটে বিজেপি, ৯১টির মধ্যে ৬৩থেকে ৬৮টি আসন পাবে বলে দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলার প্ররোচনা দিয়ে মানুষকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছেন। নির্বাচনে অশান্তি ও রিগিং করতে চাইছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী ভোট বিঘ্নিত করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী যে অভিযোগ করেছেন, তা খারিজ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন চলাকালীন স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ কার্যকর হয় না। তৃণমূল কংগ্রেস নেত্রী কি বিষয়টি জানেন না, শ্রী শাহ সে বিষয়ে প্রশ্ন তোলেন।

পাশাপাশি সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী বিশেষ সম্প্রদায়কে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন বলে তার আরও অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলীয় নেতা কর্মীদের উপর আক্রমণের নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রীর উপর মানুষ কেন অসন্তুষ্ট সে বিষয়ে তার এখন বিশ্লেষণ করা উচিত। তোষণ, দুর্নীতি, অনুপ্রবেশ, তোলাবাজি, সিন্ডিকেট, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা, বেকারত্ব, সহ একাধিক কারণে রাজ্যের সব স্তরের মানুষ তৃণমূল কংগ্রেস নেত্রীর উপর অসন্তুষ্ট হয়েছেন। রাজ্যের সব স্তরেই পতন হয়েছে বলে তিনি দাবি করেন। এই রাজ্যকে পুনরায় সোনার বাংলা গড়ে তুলতে বিজেপিকে বেশি মাত্রায় ভোট দেওয়ার জন্য তিনি আবেদন জানান।