সুদীপ দাস , ৫ এপ্রিল:- শ্রীরামপুরের পর চুঁচুড়া জেলায় বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে.পি নাড্ডার দুটি সভাই বাতিল। সোমবার শ্রীরামপুর এবং চুঁচুড়ায় নাড্ডাজির নির্বাচনী সভা ছিলো। সকাল সাড়ে এগারোটায় শ্রীরামপুরের সভায় তাঁর আসার কথা থাকলেও তিনি আসেননি। সেইমত শ্রীরামপুর স্টেডিয়াম সভা শুরু হলেও ঘন্টাখানেক পরই মঞ্চ থেকে দলীয় নেতৃত্বে ঘোষনা করেন দিল্লীতে জরুরি বৈঠকের কারনে তিনি আসতে পারবেন না। যদিও এদিনের সভাস্থলে আশাতীত লোক ছিলো না। এরপর দুপুর পৌনে তিনটে নাগাদ চুঁচুড়া ময়দানে আয়োজিত সভায় নাড্ডাজির আসার কথা ছিলো। সেইমত সভা শুরু হয়। দলীয় নেতৃত্বরা মঞ্চে হাজির হন।
দুপূর তিনটে নাগাদ মঞ্চে আসেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। যদিও এদিন দর্শকাসনের বেশীরভাগ আসনই ছিলো ফাঁকা। মাঝে দু’একবার আকাশে বিমান যাওয়ার শব্দে নাড্ডাজি স্বাগতম স্লোগান উঠলেও কিছুক্ষনের মধ্যেই বিষয়টি বুঝতে পেরে সকলে নিরাশ হয়ে বসে পরেন। অবশেষে বিকেল ৫টা নাগাদ দলীয় নেতৃত্বরা জানিয়ে দেন খারাপ আবহাওয়ার জন্য নাড্ডাজির হেলিকপ্টার উড়তে পারেনি। এবং পরে দিল্লীতে জরুরি বৈঠকের জন্য তিনি সেখানে চলে গেছেন। এরপরই হতাশাগ্রস্ত হয়ে দলীয় কর্মীরা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এবিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন আমরা বারবার বলছি বিজেপির দিক থেকে মানুষ মুখ ফেরাচ্ছে। নাড্ডাজির সভায় লোক না হওয়া সেটাই প্রমান করছে।