হুগলি , ৩ মার্চ:- ধনেখালির জনসভায় এসে বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন যুব নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হুগলি ধনেখালিতে ভোট প্রচারে এসে উপস্থিত মানুষের কাছে প্রশ্ন করেন আপনারা এবারের ভোটে কাদের সমর্থন করবেন একদিকে ভাওতাবাজ মিথ্যাবাদী বিজেপি অন্যদিকে কথা দিয়ে কথা রাখার দল তৃণমূল কংগ্রেস। সেটা আপনাদের বিচার করতে হবে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগে মানুষকে আশ্বাস দিয়েছিলেন দেশের বাইরে যেসব ধনকুবের কালো টাকা লুকিয়ে রেখেছে তাদের কাছ থেকে সেই টাকা উদ্ধার করে দেশের প্রত্যেক মানুষের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ করে দেওয়া হবে। কতজন মানুষ এই টাকা পেয়েছেন? উনি বলেছিলেন প্রতি বছর দু কোটি মানুষের চাকরি দেয়া হবে কতজন এখানে চাকরি পেয়েছন তার হিসাবটা আপনারা নিন।
মোদি বলেছিলেন নোট বন্দি করে দেশের কালোধন উদ্ধার করা হবে, সেটা কি হয়েছে কিনা তাদের প্রশ্ন করুন। উনি বলেছিলেন জিএসটি লাগু করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করবেন এখন তাকিয়ে দেখুন দেশের অর্থনীতির কি হাল হইয়াছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে যে কথাগুলো দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। সবুজসাথী, স্বাস্থ্য সাথী, রুপশ্রী, বিনা পয়সায় রেশন, বিধবাদের ভাতা, বার্ধ্যক ভাতা সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে বাংলার মানুষকে দেয়া হচ্ছে। অতএব আপনারাই বিচার করুন বিজেপি ঠিক কথা বলছেন কিনা। ভোটের মুখে এসে এই ধরনের মিথ্যা কথা বলে ভোট নিয়ে চলে যাবে এর থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। বাংলার মানুষ যাতে শান্তি সম্প্রীতির মধ্যে থাকতে পারেন তারিজন্য এ রাজ্যের জনগণ তৃণমূলকে ভোট দিয়ে মজবুত সরকার গঠন করুন।