এই মুহূর্তে জেলা

ভোট গ্রহণ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম , কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল।‌


পূর্ব মেদিনীপুর , ১ এপ্রিল:- বৃহস্পতিবার ভোট গ্রহণ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। বিভিন্ন এলাকা থেকেই বিক্ষিপ্ত গণ্ডগোলের অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠভাবে ভোট পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল। ‌মহিলা ভোটারদের সঙ্গে ‘‌খারাপ আচরণ’‌ করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিশনকে চিঠি দিয়েছেন দলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’‌ব্রায়ান। জানান, ‘‌‘‌নন্দীগ্রামের ১৯৭ নম্বর বুথ থেকে দলীয় কর্মীরা জানাচ্ছেন, ‘‌মহিলা ভোটারদের সঙ্গে বিরূপ আচরণ করছে কেন্দ্রীয় বাহিনী।

যার জেরে এলাকায় মহিলাদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে এবং তাঁরা ভোট দিতে যেতে পারছেন না’‌।‌ কেন্দ্রীয় বাহিনীর যেসব জওয়ানরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি আমরা।’’‌ ‘‌হটসিট’‌‌ নন্দীগ্রামের বিভিন্ন বুথ থেকে খবর এসেছে, ভোটারে ‘‌প্রভাবিত’ করছে কেন্দ্রীয়। তৃণমূলের অভিযোগ, এমনকি বিজেপিকে ভোট দিতেও বাধ্য করা হচ্ছে। বয়ালের ১৩, ১৪, ১৮, ১৯, ২০ নম্বর বুথে ভোটা দানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ৭ নম্বর বুথেও সঙ্ঘর্ষে জড়িয়েছে বিজেপি–তৃণমূল। গেরুয়া শিবিরের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।