এই মুহূর্তে কলকাতা

বাড়ছে উত্তাপ , নন্দীগ্রামে ভোট নিরাপত্তা আরও বাড়াল কমিশন।

কলকাতা , ৩০ মার্চ:- ভোটের মুখে নন্দীগ্রামে হিংসার ঘটনায় সেখানে নিরাপত্তা আরও জোরদার করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে নজরকাড়া কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩৫৫ টি বুথের সবকটিকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও সেখানে বাইশ টি কুইক রেসপন্স টিম থাকবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। একটি কোম্পানিতে ৭২ জন করে বাহিনীর সদস্য থাকবে। প্রতিটি বুথে একজন করে লাঠিধারি রাজ্য পুলিশ থাকবে। অর্ধেক বুথে ওয়েব কাস্টিং করা হবে বলে এখনও পর্যন্ত স্থির হয়েছে। জেড প্লাস নিরাপত্তা ছাড়া কোন প্রার্থী তার নিরাপত্তা কর্মীকে নিয়ে বুথের ভিতরে প্রবেশ করতে পারবেন না।

ভোটের আগে আগে একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রাম। সোমবার বিক্ষোভ-হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার ২৪ ঘণ্টা পেরোনোর আগে ফের মঙ্গলবার ভূতার মোড়ে আক্রান্ত হন বাম প্রার্থী মীনাক্ষী। ভোটের আগে শেষদিনের প্রচারে বিমান বসু ছিলেন মীনাক্ষীর সঙ্গে। সেই সময়েই হামলার মুখে পড়েন তাঁরা। বারে বারে এমন অপ্রীতিকর ঘটনা ঘটায় নন্দীগ্রামে বাহিনী বাড়ান হচ্ছে বলে খবর কমিশন সূত্রে। কমিশন জানিয়েছিল, দ্বিতীয় দফার ভোটে বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় মোট ৬৫১ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। নন্দীগ্রামে থাকবে ২১ কোম্পানি। কিন্তু বারে বারে হিংসার ঘটনা ঘতায় নন্দীগ্রামে আরও এক কোম্পানী বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুধুমাত্র নন্দীগ্রামেই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। জানা গিয়েছে, নন্দীগ্রামে মোট ৩৫৫টি বুথ। সেক্ষেত্রে ৩৫৫ বুথই স্পর্শকাতর। সেই সব বুথেই আট’জন করে জওয়ান মোতায়েন থাকবে।