হুগলি , ৩০ মার্চ:- ধামসা মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের নৃত্য সহযোগে চন্ডীতলার নৈটিতে ভোটের প্রচার করলেন চন্ডীতলা বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। এদিন তার জমকালো প্রচারে তিনি তুলে ধরলেন ১০ বছরের তৃণমূল সরকারের শাসনকালের রাজ্যের উন্নয়নের ফিরিস্তি। দীর্ঘ যাত্রা পথে মানুষের সঙ্গে কথা বলেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যে আমুল উন্নয়ন হয়েছে তা মানুষকে বুঝিয়ে বলেন। এই কেন্দ্রে ১০ এপ্রিল ভোটগ্রহণ কিন্তু এই অল্প কয়েকদিন ভোটের বাকি থাকায় প্রচারে কোনরকম অলোষতার স্থান দিচ্ছেন না স্বাতী।
প্রতিদিন সকাল থেকে রাত অবধি চন্ডীতলা, ডানকুনি, নৈটি, গরলগাছা, নবাবপুর, প্রভৃতি এলাকা চষে বেড়াচ্ছেন তৃতীয় বার জয়ের লক্ষ্যে। এছাড়াও তিনি মানুষের কাছে আবেদন করে বলছেন,এবারের নির্বাচনে জনগণ কে শান্তি সম্প্রীতির পক্ষে ভোট দেবার জন্য।মানুষ এবারের নির্বাচন মানুষকে অনেক চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে যেভাবে কিছু মানুষ বাংলাকে অশান্ত করতে চাইছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি মুখ্যমন্ত্রীর বিগত ১০ বছরের কাজের নিরিখে আবার তৃণমূল সরকারকে বাংলার মসনদে বসার আবেদন করলেন চন্ডিতলা বাসীর কাছে।