হুগলি , ৩০ মার্চ:- পূর্ব মেদিনীপুরে অধিকারীদের কোন অবদান নেই। কেবলমাত্র লুটে পুটে খাওয়া ছাড়া তারার কিছুই করেননি। আজ সকালে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়ের প্রচারে এসে সাংবাদিকদের এ কথা জানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন নন্দীগ্রাম আন্দোলনের সময় অধিকারীরা কেউই ছিল না। আন্দোলনের মূল কান্ডারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ভোটে অশান্তি হলে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাবার অর্ডার দিয়েছে এ ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন এটাতো নির্বাচন কমিশনের মুখ দিয়ে কেবল বলানো হয়েছে আসলে এর পেছনের নায়ক হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ। কারণ উল্টো পাল্টা গুলি চালিয়ে যাতে তৃণমূল কর্মীদের মারা যায় সেই চেষ্টাতেই এই অর্ডারটি দেয়া হয়েছে। তিনি বলেন শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী যিনি আছেন তিনি রাজনীতির কিছুই বোঝেন না। এখনো আতুর ঘর থেকেই বের হতে পারেননি।
তিনি স্পষ্ট করে বলেন এখানে যদি বিজেপি প্রার্থী কোনরকম গুন্ডাগর্দি করতে আসে আমি তা করতে দেবো না এটা পরিষ্কার করে জানিয়ে গেলাম। এদিনের প্রচার মঞ্চের বেশকিছু বিরোধী দলের কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায। অন্যদিকে প্রচার চলাকালীন শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায় জানান এর আগে এই কেন্দ্র থেকে আমি হ্যাটট্রিক করেছি। চতুর্থবারের জন্য আমি জিততে এসেছি এখানে। বিজেপির কোন নাম গন্ধ নেই এবং গতবারের ভোটের মার্জিন তার থেকে বহু গুণ বেশি ভোটে আমি জিতব। আমার ভোটারদের কাছে একটাই আবেদন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য যে উন্নয়নমূলক কাজ গুলি করেছেন তার নিরিখেই আপনারা তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুনও মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসুন।