এই মুহূর্তে জেলা

বিজেপিকে দাঙ্গাবাজ , দুঃশাসনের দল বলে আক্রমণ মমতার , দলবদলুদের তীব্র কটাক্ষ হাওড়ার জনসভায়।

হাওড়া , ২৭ মার্চ:- কয়েকজন মীরজাফর আছেন। তাদের খাইয়ে-পরিয়ে মানুষ করেছি। এখন খাল কেটে কেউটে হয়েছে। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে তারা কেউই ছিলনা। আজ তারা অনেক কিছু বলছে। শনিবার হাওড়ার ডুমুরজলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসে নাম না করে দলবদলু’দের এইভাবেই কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, এবারের নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে ৩০০ ভাড়াটে গুন্ডা এখানে পাঠানো হয়েছে। নির্বাচনের আগে তারা এগরা, পটাশপুর, ভগবানপুর এলাকায় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি জানান, এবারে নির্বাচনে মহিলাদের অ্যাক্টিভ হতে আহ্বান জানান তিনি। মমতা বলেন, গতকাল বন্দুক সহ ৩০ জন বহিরাগত গুন্ডাকে কাঁথি থেকে ধরা হয়েছে। নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে ৩০০ ভাড়াটে গুন্ডা এখানে পাঠানো হয়েছে। বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বলেন, এই দল দাঙ্গাবাজ, লুটেরা, দুঃশাসনের দল। এরা সেলফিস জায়েন্টের মতো। এদিন বক্তব্যে মমতা উন্নয়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। উচ্চশিক্ষার জন্য ছাত্রদের ১০ লক্ষ টাকার একটি ক্রেডিট কার্ড দেওয়া হবে। এর গ্যারান্টার হবে সরকার। মহিলারা যাতে স্বনির্ভর হয় সেই উদ্দেশ্যে ১০ লক্ষ মহিলাদের নিয়ে একটি সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হবে। এর জন্য ২৫ হাজার কোটি টাকা ব্যাংক লোন দেওয়া হবে।

তিনি বলেন হাওড়ায় ফুডপার্ক, পলি পার্ক, অঙ্কুরহাটি জুয়েলারি পার্ক সহ বিভিন্ন শিল্প চালু হবে। এরকম প্রায় ১৫টি শিল্পতালুক তৈরি হবে এখানে। এছাড়াও অ্যামাজন লজিস্টিক হাব সারা ভারতে এখান থেকে পরিষেবা দেবে। এর জন্য ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর পাশাপাশি জরি, গয়না সহ বিভিন্ন শিল্প হবে। ফলে হাওড়ায় বহু মানুষের কর্মসংস্থান হবে। মমতা বলেন, বানতলা চর্ম শিল্প তৈরি হয়েছে সেখানে প্রায় ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানে আমাজন ছাড়াও ফ্লিপকার্ড এখানে বিনিয়োগ করতে চাইছে। এদিন মমতা আরও বলেন, ভোটের আগে বিজেপি টাকা ছড়াচ্ছে। সকলের কাছে তাঁর আবেদন এদের মাঠে বোল্ড আউট করে দিন। নির্বাচনে এক একটা করে ফেজ আসবে, আর ওরা একটা করে ধপাস হবে। তাঁর আবেদন ভোটের সময় কেউ যদি বন্দুক নিয়ে গুন্ডামি করতে আসে তাহলে হাতা, খুন্তি, ঝাড়ু যা আছে তাই দিয়ে তেড়ে যাবেন।গুন্ডাদের ঢুকতে এলাকায় ঢুকতে দেবেন না। এই বিজেপিকে বিদায় দিন। এদিন মমতা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে সকলের পরিচয় করান। সকলকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। জনসভার মঞ্চে প্রার্থীরা ছাড়াও দলের জেলা সদরের চেয়ারম্যান অরূপ রায়, জেলা সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।