কলকাতা , ২৬ মার্চ:- নয়াগ্রাম (এস টি) মোট ভোটার ২২৬৫০৮ জন, পুরুষ ১১৫০৮০, মহিলা ১১১৪২৮ জন। ২৫১ টি স্থানে মোট বুথের সংখ্যা ৩৩০টি। সেক্টর ৩১।
গোপীবল্লভপুর মোট ভোটার ২২৬০৬১ জন, পুরুষ ১১৩৭০৯, মহিলা ১১২৩৫২ জন। ২৭৫ টি স্থানে মোট বুথের সংখ্যা ৩২৭টি। সেক্টর ২৮।
ঝাড়গ্রাম মোট ভোটার ২৩৫৫৩৯ জন, পুরুষ ১১৭১৭৩, মহিলা ১১৮৩৫৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১১। ২২১ টি স্থানে মোট বুথের সংখ্যা ৩২৮টি। সেক্টর ২৫।
বিনপুর (এস টি) মোট ভোটার ২২৩৫৪৬ জন, পুরুষ ১১১০৯৫, মহিলা ১১২৪৫০ জন, তৃতীয় লিঙ্গের ১ ভোটার। ২৬৩ টি স্থানে মোট বুথের সংখ্যা ৩২২টি। সেক্টর ৪১।
স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক, ফেস শিল্ড, পিপিই কিট, থার্মাল গানের ব্যবস্থা থাকছে প্রতিটি বুথেই। এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনী বুথের দায়িত্বে থাকছে।
২৭ মার্চ প্রথম দফার নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ৬ টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।
কেন্দ্রগুলি হল, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, গড়বেতা তা এবং শালবনী। মোট ভোটার ১৪৮৬৭০৮ জন, এর মধ্যে পুরুষ ৭৭৯৯৯৪ মহিলা ৭৩৬৬৯৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন। অতিরিক্ত বুথ ৪৩৪টি বুথ নিয়ে মোট ২০৮৯ বুথে নির্বাচন হবে। মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ফেস শিল্ড, পিপিই কিট, থার্মাল গান থাকছে প্রতি বুথে।
দাঁতন বিধানসভায় মোট ভোটার ২৩৩৬৫২, পুরুষ ১২০০১৭, মহিলা ১১৩৬৩৪, তৃতীয় লিঙ্গের ১ জন। ২৪৫টি স্থানে ৩৩৬টি বুথ। সেক্টর ২২টি।
কেশিয়ারি (এস টি) বিধানসভায় মোট ভোটার ২৩৮৭৫৪, পুরুষ ১১৩৬৯৮, মহিলা ১১২৯১১। ২৪৭টি স্থানে ৩৩৯টি বুথ। সেক্টর ২২টি।
খড়গপুর বিধানসভায় মোট ভোটার ২২৬৬২০, পুরুষ ১১৩৬৯৮, মহিলা ১১২৯১১, তৃতীয় লিঙ্গের ১১ জন। ২০০টি স্থানে ২৪৩টি বুথ। সেক্টর ২৩টি।
গড়বেতা বিধানসভায় মোট ভোটার ২৩১১৪৭, পুরুষ ১১৭৭১৯, মহিলা ১১৩৪২৪, তৃতীয় লিঙ্গের ৪ জন। ২৩০টি স্থানে ৩২৪টি বুথ। সেক্টর ২৬টি।
শালবনী বিধানসভায় মোট ভোটার ২৭৬৬১৪, পুরুষ ১৩৯৩২৭, মহিলা ১৩৭২৮৬, তৃতীয় লিঙ্গের ১ জন। ২৫১টি স্থানে ৩৮৫টি বুথ। সেক্টর ৩০টি।
মেদিনীপুর বিধানসভায় মোট ভোটার ২৭৯৯২১, পুরুষ ১৩৮১৩৭, মহিলা ১৪১৭৮০, তৃতীয় লিঙ্গের ৪ জন। ১৯০টি স্থানে ৩৯৭টি বুথ। সেক্টর ২৪টি।