এই মুহূর্তে জেলা

চতুর্থবার জয়ের লক্ষ্যে জোরদার প্রচার চালাচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়।

হুগলি , ২৫ মার্চ:- চতুর্থবার জয়ের লক্ষ্যে জোরদার প্রচার চালাচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়। এদিন সকালে রিষড়া বিধান কলেজের সামনে থেকে তার প্রচার অভিযান শুরু হয়। জি টি রোড ধরে তার প্রচার কালে বহু মানুষ তাঁকে অভিনন্দন জানান। ডাক্তার রায় বলেন যে শ্রীরামপুরের মানুষ আমাকে চতুর্থবার বিধানসভায় পাঠাবার লক্ষ্যে ভোট দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলা জুড়ে রয়েছে তার প্রভাব এখানেও পড়েছে। তারই নিরিখে তৃণমূল প্রার্থীকে জেতাবেন গত ১০ বছর ধরে শ্রীরামপুরের প্রভূত উন্নয়ন হয়েছে। শ্রীরামপুর ওয়ালশ হসপিটালে আজ থেকে ১০ বছর আগে যে অবস্থা ছিল তা আমূল পরিবর্তন হয়েছে। আজকে সেখানে গড়ে উঠেছে একটি সুপার স্পেস্যালিটি হসপিটাল।

সমস্ত রকম স্বাস্থ্যের পরিষেবা এখান থেকে দেয়া হচ্ছে। এছাড়াও ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দির ও তার আশপাশ এলাকা ঢেলে সাজানো হচ্ছে। পর্যটন কেন্দ্র হিসেবে এটা নুতন ভাবে গড়ে উঠছে। সুদীপ্ত বাবু জানান স্বাস্থ্যর ক্ষেত্রে প্রচুর উন্নয়ন হয়েছে ইতিমধ্য রিষড়া বাঙ্গুর পার্ক এলাকায় যে মাতৃ সদন সেটি আজকে ঝাঁ-চকচকে পাঁচতলা একটি স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। খুব শীঘ্রই এখান থেকে স্বাস্থ্য পরিসেবা দেয়া হবে। এছাড়াও বাম আমল থেকে বন্ধ হয়ে থাকা ঐতিহ্যবাহী রিষড়া সেবা সদন ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে। সেটিকে ও আমরা নতুনভাবে গড়ে তুলবো। এই ধরনের কাজ গত ১০ বছর ধরে এখানে হয়েছে তাই মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে এবারেও তৃণমূল সরকারকে বাংলার মসনদে বসাবে জনগণ।