এই মুহূর্তে জেলা

খানাকুলে নির্বাচনী প্রচারে শতাব্দী রায়।

হুগলি , ২৫ মার্চ:- বাড়ছে উষ্ণতার পারদ একইভাবে বর্তমানে রাজ্যে বাড়ছে ভোট প্রচারের মাত্রা। প্রার্থী পদ ঘোষণার পর কেউ বিন্দুমাত্র সময় অতিবাহিত না করে চষে বেড়াচ্ছেন নিজ নিজ বিধানসভা এলাকায়। ঠিক একইভাবে খানাকুল বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মুন্সি নজমুল করিম তিনি রীতিমতো ঝড় তুলেছেন দিনের পর দিন। আর সেই নজবুল করিম এর নির্বাচনী প্রচারে উপস্থিত হলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। এই ভোট প্রচার ছিল চোখে পড়ার মতো। আট থেকে আশি সর্বস্তরের মানুষ এই প্রচারের ণসাক্ষী থাকতে রাস্তার দু’ধারে অংশগ্রহণ করেছিলেন।