ব্যারাকপুর, ২৩ মার্চ:- কামারহাটিতে পদ্ম ফুটছে। বিজেপি আসছে,তৃণমূল যাচ্ছে। মঙ্গলবার সকালে কামারহাটিতে নির্বাচনী প্রচারে বেরিয়ে সাংবাদিকদের এমনটাই বললেন, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়। তিনি এদিন তার প্রধান প্রতিপক্ষ তৃণমূল পার্থী মদন মিত্রকে তীব্র কটাক্ষ করে বলেন, কামারহাটির মানুষ মদন মিত্রকে তোলাবাজ বলেন। বিজেপি প্রার্থীর দাবি, যেখানেই যাচ্ছি ,দু’হাত তুলে এলাকার মানুষ আমায় আর্শিবাদ করছেন। বুক ফুলিয়ে বলতে পারি আমি কামারহাটির রাস্তায় মাথা উঁচু করে হাঁটব। না নারদা,না সারদা। আমি ভুমিপুত্র তথা ঘরের ছেলে। আমার রাজনৈতিক জীবনে কোন দাগ দেখাতে পারবেন না। মদন মিত্রকে রীতিমত ব্যাঙ্গ করে এদিন কামারহাটির বিজেপি পার্থী রাজু বন্দোপাধ্যায় আরও বলেন,একজন জেলে ছিলেন,এখন বেলে আছেন। উনি আবার না জেলে চলে যান। কামারহাটির মানুষকে উনি অপমান করেছেন। তাই আগামী নির্বাচনে এখানকার মানুষ সেই অপমানের জবাব ব্যালট বক্সে দেবেন। তার দাবি এখানে শুধু উন্নয়ন হবে।
বেকাররা মাফিয়া বা গুণ্ডা হবে না। তাদের কর্মসংস্থান হবে এটাই বিজেপির প্রতিশ্রুতী। এদিন কামারহাটির আড়িয়াদহ ফেরিঘাট থেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে ওই এলাকার বাড়ি বাড়ি প্রচার সারলেন বিজেপি পার্থী রাজু বন্দোপাধ্যায়। এদিনের প্রচার ছিল রীতিমত জাঁকজমক পুর্ন। এদিনের বর্নময় প্রচারে বিজেপি প্রার্থীর হয়ে পা মেলান অভিনেতা তথা বিজেপি নেতা সুমন ভট্টাচার্য। এদিকে বিজেপি প্রার্থী এদিন জোরের সঙ্গে দাবি করেন, কামারহাটিতে প্রধান বিরোধী দলের খেলা শেষ। মাঠে কেউ নেই। শুধু বিজেপি আর বিজেপি। তার প্রতিশ্রুতী নির্বাচনে জয়ী হলে, সোনার কামারহাটি উপহার দেব। একদিকে এখানে যেমন উন্নতমানের হাসপাতাল তৈরি করা হবে। অপরদিকে এলাকার মা-বোনেদের কেজি টু পিজি বিনা মূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হবে। পাশাপাশি এলাকার বন্ধ কলকারখানা খোলার পাশাপাশি নতুন কারখানা গড়ে তোলা হবে। এদিনের বিজেপির বর্ণাঢ্য পদযাত্রায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।