এই মুহূর্তে জেলা

টোল বসানোকে কেন্দ্র করে কোতুলপুর এর জয়রামবাটিতে ধুমধুমার।

বাঁকুড়া , ২৩ মার্চ:- জয়রামবাটি পেরিয়েই বসেছে চেকপোস্টের নাকা পয়েন্ট আর ঠিক সেই নাকা পয়েন্ট এর আগেই নতুন করে দেখা দিলো টোল প্লাজা। এখানে কোন লরি যাতায়াত করলেই তাদের কাছ থেকে আড়াইশো টাকা করে আদায় করা হচ্ছিল এরকমি অভিযোগ তুলল ট্রাক অ্যাসোসিয়েশন পক্ষ থেকে। হয়েছে নতুন পাকা ঘর তাতে রয়েছে দুটি কম্পিউটার এবং সিসি ক্যামেরা দুটি গলায় সিকিউরিটি কার্ড ঝুলিয়ে রয়েছে অফিসার লরি পারাপার করলেই তাদের কাছে আদায় করে নেওয়া হচ্ছে তাদের চার্ট অনুযায়ী টাকা, তাদের কাছে কিছু ডকুমেন্ট আছে যেখানে স্থানীয় থানার স্ট্যাম্প দেওয়া আছে। টোল তত্ত্বাবধানে যারা ছিলেন তারা দাবি করেন জেলা পরিষদ থেকে অনুমতি পাওয়ার পরে আমরা এখানে বসেছি। স্থানীয় জেলা পরিষদের সদস্য গয়াসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু জানি না। স্থানীয় কিছু মানুষ অল ট্রাক মালিকের পক্ষ থেকে কিছু মানুষ জমায়েত হয় এ টল প্লাজা বন্ধ করে দেয় তারা। আগামী সময়ে তার প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানান। ঘটনাস্থলে পুলিশ আছেন যারা তত্ত্বাবধানে ছিল টোলপ্লাজার তাদেরকে থানাতে ডাক করায়।