এই মুহূর্তে জেলা

মায়ের কাছে আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিলেন অরিন্দম গুঁইন।

হুগলি , ২২ মার্চ:- সোমবার সকালে চাঁপদানি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন তাঁর মনোনয়নপত্র জমা দিলেন, শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে। তার আগে তিনি খুব সকালে ভদ্রেশ্বর এর তেঁতুলতলা মা ও শেওড়াফুলির শীতলা মায়ের মন্দিরে গিয়ে পুজো দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর অরিন্দম বাবু জানান, চাঁপদানি বিধানসভা এলাকায় প্রতিটি বাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের ১০ বছরের উন্নয়নমূলক কাজের রেকর্ড কার্ড আমরা পৌছে দিচ্ছি। আমাদের প্রচারের অন্যতম হাতিয়ার হচ্ছে উন্নয়ন। যেভাবে বাংলার উন্নয়ন হয়েছে তা আমরা সবাই জানি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলার প্রতিটি জায়গায় এই উন্নয়নের সুফল জনগণ পাচ্ছেন। এবং এবারও বাংলার মানুষ মমতা বন্দোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসবেন। তিনি বলেন এখানকার মানুষের দুটি প্রধান চাহিদা একটি ফ্লাইওভার এবং একটি কলেজ। জিতলে তা পূরণের চেষ্টা করব এর সঙ্গে সঙ্গে এখানকার যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থার যেহেতু চাঁপদানি শেওড়াফুলি এলাকা গুলো প্রাচীন। প্ল্যান অনুযায়ী এই শহরে গড়ে ওঠেনি যার জন্য এই সমস্যার হয়ে আছে। আমরা ইতিমধ্যে একটা ডিপিআর জমা দিয়েছি আমাদের আশা ক্ষমতায় আসার পর এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখা হবে।