এই মুহূর্তে জেলা

‘বাইক র‍্যালি’ করে মনোনয়ন বিজেপি প্রার্থীর , এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল।

হাওড়া , ২২ মার্চ:- বাইক র‍্যালি করে মনোনয়ন জমা দিতে এসেছেন বিজেপি প্রার্থী রথীন। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। হাওড়ার শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী সোমবার দুপুরে বাইক র‍্যালি করে মনোনয়ন জমা দিতে আসেন বলে অভিযোগ তুলল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, ওই র‍্যালিতে প্রায় চারশ বাইক ছিল। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে ওই বাইক র‍্যালি করা হয়েছে। এ বিষয়ে তৃণমূলের হাওড়া জেলা সদর সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, “বাইক র‍্যালি নির্বাচন কমিশনের আইন বিরুদ্ধ। আমরা দলের পক্ষ থেকে এটা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগপত্র পাঠাচ্ছি। আমরা দাবি করছি ওনার মনোনয়ন বাতিল করা হোক।

শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী আজ প্রায় শ’চারেক বাইকের মিছিল নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলেন। বাইক মিছিল করা নিষিদ্ধ। উনি বাইক মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন।” অন্যদিকে, এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী বলেন, “আমরা দলের তরফে কোনও বাইক র‍্যালির আয়োজন করিনি। মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে এসে থাকেন আমাদের কিছু করার থাকেনা। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই অভিযোগ তোলা হয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসেছিলেন।”