হাওড়া , ২১ মার্চ:-বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। কেন্দ্র থেকে বাংলার উন্নয়নে অনেক অনেক ফান্ড আসবে। উন্নয়ন হবে। বালি কেন্দ্রে আমার লড়াই কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমফানে বিপর্যস্তরা সকলে টাকা পেলেন না। তালিকায় নাম পাঠানো সত্বেও তাঁরা টাকা পেলেন না। আজকে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট বালিতে জিতব। রবিবার সকালে প্রচারে বেরিয়ে একথা বলেন বালি কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া।
এদিন তিনি রবিবাসরীয় ভোট প্রচারে বালি কেন্দ্রে পায়ে হেঁটে প্রচার করেন। বালি কেন্দ্রে তাঁকে নিয়ে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, সকলকে সকলের মন জয় করা পৃথিবীর কারও পক্ষেই সম্ভব নয়। তৃণমূল সরকার যে কাজগুলো করেনি, সে সময়ে আমি বিধায়ক ছিলাম। তা নিয়ে কিছু মানুষের ক্ষোভ থাকতেই পারে। তবে আগামী দিনে নরেন্দ্র মোদীর সরকারের হয়ে কাজ করব। ফান্ড আসবে। উন্নয়ন হবে। সমস্যা থাকবে না। এদিন বৈশালী ডালমিয়া বেলুড়ের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। রমানাথ ভট্টাচার্য স্ট্রীট, বেলুড় বাজার এলাকায় প্রচার করেন।