এই মুহূর্তে জেলা

সিনেমার নায়ককে হাতের কাছে পেয়ে সেলফি তুলতে ব্যাস্ত চন্ডিতলার মানুষ।

চিরঞ্জিত ঘোষ , ২১ মার্চ:- আর যেখানেই যা থাকুক আমার বিধানসভা এলাকায় সব কর্মী একসাথে আছে। রবিবারীয় প্রচারে বেরিয়ে দাবী হুগলীর চন্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। এদিন যশ কখনও হুডখোলা গাড়িতে আবার কখনও সাধারনের মাঝে দাঁড়িয়ে জনসংযোগ করলেন। সিনেমার নায়ককে হাতের কাছে পেয়ে সেলফি তুলতে ব্যাস্ত হয়ে পরেন নবপ্রজন্ম। এদিন জনাইয়ের বিভিন্ন এলাকা এভাবেই মাতিয়ে রাখেন যশ।