এই মুহূর্তে জেলা

সদ্য দলবদলু দেবব্রতকে প্রার্থী মানতে নারাজ সপ্তগ্রামের বিজেপি কর্মীরা , এলাকায় দিনভর বিক্ষোভ।


সুদীপ দাস , ১৯ মার্চ:- সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসকে মানছি না মানবো না। এই স্লোগানেই আজ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করলো বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন বিজেপি কিষান মোর্চার রাজ্য কমিটির সম্পাদক স্বরাজ ঘোষ। গত রবিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিজেপিতে যোগদানের পর থেকেই তুমুল বিক্ষোভে সামিল হয় সপ্তগ্রামের বিজেপি কর্মীরা। দেবব্রতই যে টিকিট পাচ্ছে তা ধরে নিয়েই রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলো বিজেপির পুরনো কর্মীরা। কিন্তু তারপরও বৃহস্পতিবার দেবব্রতকেই বিজেপির টিকিট দেওয়া হয়। এবারে সপ্তগ্রাম বিধানসভার হারিট এলাকার কয়েকশো কর্মীদের নিয়ে ঘুঁটি সাজানো শুরু করলেন সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাসিন্দা তথা বিজেপির রাজ্য কিষানমোর্চার সভাপতি স্বরাজ ঘোষ।

এদিন হারিটের একটি লজে দলীয় কর্মীদের নিয়ে সভা করেন স্বরাজ ঘোষ। সেখানে আওয়াজ ওঠে কোনভাবেই সপ্তগ্রাম কেন্দ্রে দেবব্রতকে প্রার্থী হিসাবে মানা যাবে না। এরপর এদিন স্বরাজ বাবুকে সঙ্গে নিয়ে এলাকায় এক পদযাত্রা বের হয়। সেই মিছিলেই দেবব্রতকে বিজেপি প্রার্থী হিসাবে মানছি না মানবো না বলে আওয়াজ ওঠে। বিজেপি কর্মীরা বলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী টাকার বিনিময়ে দেবব্রতকে টিকিট দিয়েছে। অন্যদিকে স্বরাজবাবু বলেন একজন বুথস্তরের কর্মীকে সপ্তগ্রামের টিকিট দিলেও আমাদের কোন আপত্তি ছিলোনা। কিন্তু দেবব্রত বিশ্বাস একজন খুনের আসামি। দু’দিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সেই দেবব্রতকেই কি করে টিকিট দেওয়া হলো ?