এই মুহূর্তে জেলা

আর্থিক তছরুপের ভিত্তিহীন অভিযোগ ! নিশীথের বিরুদ্ধে মানহানির মামলার হুমকি উদয়নের।

কোচবিহার , ১৮ মার্চ:- আর্থিক তছরুপের ভিত্তিহীন অভিযোগ করেছেন বলে জানিয়ে দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। ওই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্যোসাল মিডিয়ায় অনেকেই বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক নেতাদের অনেক বেশী সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়ে চলেছেন। ঘটনার সূত্রপাত ফেসবুকে ভাইরাল হওয়া সাংসদ তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের একটি বক্তব্য নিয়ে। ভাইরাল ভিডিওতে সাংসদ জানান, দিনহাটার বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত রামচন্দ্র সাহা দিনহাটা ২ নম্বর ব্লকে একটি কলেজ স্থাপনের জন্য ১ কোটি টাকা অনুদান দেন। সেই কলেজ এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নি। তাঁর অভিযোগ, দিনহাটার বিধায়ক তথা কলেজ নির্মাণ কমিটির অন্যতম কর্মকর্তা উদয়ন গুহ ওই টাকা আত্মসাৎ করেছেন। এরপরেই সাংসদের বক্তব্য যে ভিত্তিহীন তা প্রমাণ করতে তৎপর হন তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন বাবু ও তাঁর ঘনিষ্ঠরা।

প্রয়াত শিক্ষাবিদ রাম চন্দ্র সাহার স্ত্রীর একটি ভিডিও বার্তা তৈরি করে স্যোসাল ভিডিয়ায় ছাড়েন তাঁরা। সেখানে জানা যায়, কলেজ স্থাপনের সম্ভাবনা নেই জেনে রামচন্দ্র বাবু প্রয়াত হওয়ার আগেই সেই অনুদানের অর্থ ফেরত দেওয়া হয়। যা বর্তমানে রাম চন্দ্র বাবুর স্ত্রীর একাউন্টেই রয়েছে। এরপরেই সেই সংক্রান্ত নথি স্যোসাল মিডিয়ায় তুলে ধরেন উদয়ন বাবু। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, যদি ওই ভিত্তিহীন অভিযোগের জন্য সাংসদ ক্ষমা না চান তাহলে মান হানির মামলা করা হবে। যদিও উদয়ন বাবুর ওই হুমকির পরে এখনও পর্যন্ত সাংসদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে এদিনই দিনহাটা মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন নিশীথ বাবু। কাল থেকে তিনি প্রচারেও নামবেন বলে জানিয়েছেন। প্রচারে নামার পর ওই দুই নেতার অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তাপ কতটা বৃদ্ধি পায়, এখন সেটাই দেখার।