এই মুহূর্তে জেলা

জগাছায় ফাঁকা দোকান থেকে সুযোগ বুঝে চুরি , সিসিটিভিতে ধরা পড়ল ছবি।

হাওড়া , ১৮ মার্চ:- হাওড়ার জগাছা থানার ঢিল ছোঁড়া দূরত্বে কেউ না থাকার সুযোগে একটি ফাঁকা দোকানে ঢুকে নগদ প্রায় ৬০ হাজার টাকা ও দরকারি নথিপত্র সহ ব্যাগ হাতিয়ে নিয়ে পালাল দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে দোকান খোলার পরে টাকার ব্যাগ ভিতরে রেখে রাস্তায় জল আনতে যেতেই ফাঁকা দোকানের ভেতর থেকে ব্যাগ তুলে নিয়ে চলন্ত টোটোতে উঠে চম্পট দেয় দুষ্কৃতী। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। টোটোচালককে পরে ধরা গেলেও দুষ্কৃতির খোঁজ চলছে। জানা গেছে, প্রায় ৬০ হাজার টাকা নগদ এবং একাধিক নথি সহ একটি ব্যাগের মধ্যে রেখে বাইরে জল আনতে গিয়েছিলেন দোকানের মালিক নির্মল মান্না। দোকানে ফিরে এসে দেখেন ব্যাগটি নেই, খোওয়া গিয়েছে। ঘটনাটি ঘটে হাওড়ার জগাছা থানা এলাকায়। এই ঘটনা প্রসঙ্গে নির্মলবাবু জানান, এদিন সকালে প্রায় ৯টা নাগাদ তিনি দোকান খোলেন।

দোকান খোলার পর তাঁর কাছে থাকা ব্যাগটি দোকানে রেখে কাছেই জল আনতে গিয়েছিলেন। ব্যাগে ছিল ৬০ হাজার টাকা, ৬টি এটিএম কার্ড, ২টি প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ৪টি চেক বই ২টি দোকানের স্ট্যাম্প, ২টি গাড়ির কাগজপত্র। জল এনে দোকানে ফিরে এসে তিনি দেখেন সেই ব্যাগটি নেই। এরপর সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা যায় সেখানে দুজন ছেলে এসেছিল। একজন তাঁকে অনুসরণ করছিল। সেই সময় অন্যজন দোকানে ঢুকে ক্যাশ বাক্স খোলে। এদিক ওদিক দেখে। কোথাও কিছু না পেয়ে ব্যাগটি নিয়ে চলন্ত টোটোয় উঠে পালায়। তাঁদের আনুমানিক বয়স ২২ বলে জানিয়েছেন তিনি। এই ঘটনা জগাছা থানাতেও জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।