এই মুহূর্তে জেলা

ভদ্রেশ্বরে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।

হুগলি , ১৮ মার্চ:- ভদ্রেশ্বরে থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপি দলের নেতা কর্মীরা। কয়েকদিন আগে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।ভোটের আগে বিজেপির উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি দলের নেতা কর্মীরা। চাঁপদানি বিধানসভার কনভেনার পরাগতরু মিত্র বলেন অবিলম্বে বিজেপি কর্মীকে গুলি করে খুন করার চেষ্টার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিজেপি নেতৃত্ব।