কলকাতা, ১৭ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার ঘটনা নিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে আজ ফের একদফা রিপোর্ট পাঠিয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ওই রিপোর্টে মুখ্যমন্ত্রীর ওপর হামলার দিনে তার নিরাপত্তার দ্বায়িত্বে থাকা সব আধিকারিকদের বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর ওই রিপোর্টে মুখ্য সচিব জানিয়েছেন ওই দিন জেলা পুলিশ ভিড় সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের সাথে কোনরকম সমন্বয় রাখা হয়নি। কমিশনের নির্দেশ মতো দুর্ঘটনার দিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের তিনি চিহ্নিত করেছেন।
উল্লেখ্য নির্বাচন কমিশন ওই ঘটনার পরে শ্রীমতি ব্যানার্জীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে দেয়। সরানো হয় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকেও। গতকাল নন্দীগ্রামের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কে পাঠালো কমিশনের চিঠিতে তার নিরাপত্তা অধিকর্তার গাফিলতির পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের চিহ্নিত করতে বলা হয়েছিল। এ ব্যাপারে মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশক এর কমিটিকে ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। আমি তোকে তিন দিন সময় দেয়া হয়েছিল। আজ ই সেই সময় সীমা শেষ হচ্ছে।