এই মুহূর্তে জেলা

বুধবার ঝাড়গ্রামে পৃথক দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী।

ঝাড়গ্রাম , ১৬ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারের সভা করতে ঝাড়গ্রামের আসছেন বুধবার। বেলিয়াবাড়ার বাহানরুলা মাঠে ও লালগড়ে সবুজ সংঘ মাঠে পৃথক দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুই সভার প্রস্তুতি প্রায় শেষের মুখে। জানা যায়, বেলিয়াবেড়ার সভায় মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী ডাঃ খগেন্দ্রনাথ মাহাত ও নয়াগ্রামের প্রার্থী দুললা মুর্মু। অন্যদিকে লালগড়ের সভায় উপস্থিত থাকবেন ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বিরবাহা হাঁসদা ও বিনপুরের প্রার্থী দেবনাথ হাঁসদা। প্রথমে বেলিয়াবেড়ার সভা করবেন দুপুর ১২ টার সময় এবং তারপর লালগড়ের সভা করবেন দুপুর দেড়টার সময়। মঞ্চের মধ্যেই বড় করে প্রার্থীর ছবি ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বাংলা নিজের মেয়েকেই চাই লেখা হোডিং লাগানো হয়েছে। হুইলচেয়ারে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠার জন্য প্লেন সিঁড়ি তৈরি করা হয়েছে। সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থলকে। দুপুরে সভা হওয়ার কারনে দর্শকদের জন্য কাপড়ের চাওনিদিয়ে তৈরি করা হয়েছে সেট।

বেলিয়াবেড়ায় ও লালগড়ে সভা মঞ্চের সামনেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। ১৫ তারিখ সোমবার মুখ্যমন্ত্রীর এই দুই সভা হওয়ার কথাছিল। কিন্তু কারন বস্তু তা বাতিল হয়ে যায়। সোমবারেই ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস মাঠে সভা করেন অমিত শাহ। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির জন্য ঝাড়গ্রামের সভায় উপস্থিত হতে পারেনি অমিত শাহ। ঝাড়গ্রামের সভায় ভার্চুয়াল ভাবেই বক্তব্য রাখেন তিনি । যদিও তৃণমূল কটাক্ষ করে বলেছিল সভায় লোক না হওয়ার কারণে অমিত শাহ ঝাড়গ্রামের সভায় আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় লালগড়ের যে মাঠে সভা করতে আসছেন সেই মাঠেই বিজেপির পরিবর্তন যাত্রার সভা করে ছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অভিযোগ নাড্ডার সভায় মাঠ ভরেনি সেদিন। মুখ্যমন্ত্রীর সভায় মাঠ ভরানো প্রসঙ্গে তৃণমূলের লালগড় ব্লক সভাপতি শ্যামল মাহাত বলেন, মুখ্যমন্ত্রী এখানে সভা করতে আসছেন। প্রস্তুতি প্রায় শেষের মুখে। ঝাড়গ্রাম ও বিনপুরের প্রার্থীর সমর্থনে এই সভা। সভায় মানুষের ঢল উপচে পড়বে।