সুদীপ দাস , ১৬ মার্চ:- সিঙ্গুরের মাঠে একতরফাই খেলব, আর এই খেলায় বিপুল ব্যবধানে জয়ী হব চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নমিনেশন জমা দিয়ে হুংকার দিলেন সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না। মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নমিনেশন জমা দিতে আসেন সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না এবং হরিপালের তৃণমূল কংগ্রেস প্রার্থী করবি মান্না। যদিও দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী তবুও এবার তারা ভিন্ন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারা যখন চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নমিনেশন দাখিল করছেন এমন সময় মহকুমা শাসক দপ্তরের 100 মিটার দূরত্বে তৃণমূলের দলীয় কর্মীদের খেলা হবে স্লোগানে মুখরিত হতে থাকে গোটা এলাকা।
এর পরেই নমিনেশন জমা দিয়ে এসে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্নারও একই বক্তব্য।” সিঙ্গুরে খেলা হবে শ্লোগান শুরু হয়ে গেছে। আর সিঙ্গুরের মাটিতে একতরফাই খেলা হবে আর সেই খেলায় বিপুল ভোটে জয়লাভ করবো।” যদিও এদিন তিনি তার বিপক্ষে থাকা একদা তার সতীর্থ রবীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পর্কে কোন কথাই বলতে চাইলেন না। অন্যদিকে হরিপালের তৃণমূল কংগ্রেস প্রার্থী করবি মান্নার বক্তব্য দল ভালো বুঝেছে তাই আমাদের দুজনকে টিকিট দিয়েছে। আমি এই কেন্দ্রে যে তার পক্ষে 100 শতাংশ আশাবাদী।