এই মুহূর্তে জেলা

কানাইপুরে জনশূন্য পথসভা প্রবীরের সমর্থনে , তবে কি পুরানো বিজেপি কর্মীরা মুখ ফেরালো।

সুদীপ দাস , ১৫ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষালের নাম ঘোষণার পরেই বিজেপির রাজ্য কমিটির সদস্যা কৃষ্ণা ভট্টাচার্য ক্ষোভে ফেটে পড়ে ছিলেন বিজেপি দলের এই সিদ্ধান্তের জন্য। কৃষ্ণা ভট্টাচার্যের সাথে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল করার দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ দেখায় আদি বিজেপি নেতা কর্মীরা। এবার এই বিক্ষোভের প্রভাব পড়লো কানাইপুর নপাড়া এলাকার বিজেপির পথসভায়। এদিন বিজেপির পথসভায় দেখা যায় সম্পূর্ণ ফাঁকা জায়গায় বক্তব্য রাখছেন বিজেপি নেতৃত্বের কয়েকজন। আর শ্রোতার দেখা এদিন পাওয়া যায়নি বিজেপির পথসভায়। রাজনৈতিক মহলের মতে কৃষ্ণা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠন সামলেছেন। আর এখন তিনি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে নির্দল দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে পুরনো কর্মী সমর্থকরা তার সাথেই মুখ ফিরিয়েছে বিজেপির দিক থেকে। যেটা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ভোটের আগে বিজেপি দলকে চরম সমস্যায় ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।