Uncategorized এই মুহূর্তে জেলা

দম থাকলে ইস্তফা দিয়ে ভোটে লরুন , লকেটকে কটাক্ষ করে ট‍্যুইট কল্যাণের।

হুগলি, ১৫ মার্চ:চুঁচুড়া বিধানসভায় হুগলির সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায় কে বিজেপি প্রার্থী করতেই সরগরম রাজ্য রাজনীতি। রবিবার বিকেলে চুঁচুড়া কেন্দ্রে লকেট চট্ট্যোপাধ্যয়ের নাম ঘোষণার পরেই তাঁকে কটাক্ষ করে ট্যুইট করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে লেখেন যদি দম থাকে তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে চুঁচুড়া কেন্দ্রে লড়াই করুন।তৃণমূল নেতার ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে।