এই মুহূর্তে জেলা

রাজ্যকে বিপদ থেকে উদ্ধার করতে সব ভুলে এক হয়ে লড়াই করুন – কাঞ্চন মল্লিক।

হুগলি , ১৩ মার্চ:- আমি একজন সাধারণ তৃণমূল কর্মী। আমি কোনো তারকা বা নেতা নই। আমার সম্পর্কে থিয়েটার বা সিনেমা মহলে খোঁজ নিলেই জানতে পারবেন। শনিবার সকালে উত্তরপাড়ার বলাকা মাঠে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কর্মীদের উজ্জিবীত করলেন উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃণমূল প্রার্থী কাঞ্চন বলেন, দশ বছরে আমি রাজনীতিতে আসিনি। কিন্তু এখন দেখছি সবাই ক্ষমতা ভোগ করে মধু খেয়ে বলছে দম বন্ধ হয়ে আসছে। কাজ করতে পাড়ছি না। তারা সব উড়ে গিয়ে অন্যদলে ভিড় জমিয়েছেন। সেই জন্য দিদির পাশে দাঁড়িয়েছি। আমি প্রার্থী নই। আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিদির স্বার্থে নয় পশ্চিমবাঙলার স্বার্থে রাজ্যকে বিপদ থেকে উদ্ধার করতে সব ভুলে এক হয়ে লড়াই করুন। মনে রাখবেন গাছ যদি থাকে তাহলে ছায়া পাবেন। ফুল পাবেন। কিন্তু গাছ যদি না থাকে তাহলে কিছুই থাকবে না।