এই মুহূর্তে কলকাতা

ভিভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার নির্দেশ কমিশনের।


কলকাতা , ১১ মার্চ:- গতকাল পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রার্থী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনার পরে নির্বাচন কমিশন ভিভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ প্রথম দফায় দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই পাঁচ জেলায় যে নির্বাচন হবে সেখানকার সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি পুলিশ আধিকারিকদের আরও বেশি করে সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেন বলে জানা গেছে। বৈঠকে ভিভিআইপিদের ক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখার কথা বলেন তিনি। এই দিনের বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জগমোহন উপস্থিত ছিলেন। এদিকে গতকালের ঘটনা নিয়ে নির্বাচন কমিশন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে আগামীকাল বিকেলের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এই ঘটনায় তার কাছে এখনো পর্যন্ত কোন রিপোর্ট এসে পৌঁছয় নি বলে এডিজি আইন-শৃঙ্খলা এইদিন জানিয়েছেন।