এই মুহূর্তে জেলা

নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটাল থাকতেও কেন কলকাতায় আনা হলো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন অর্জুনের।

ব্যারাকপুর , ১১ মার্চ:- কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী যখন চারজন আই পি এস অফিসারকে উনার নিজের নিরাপত্তার দ্বায়িত্বে নিয়ে এসেছিলেন, তখনই একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে উনি একটা নাটক করবেন। যাতে করে মানুষের সহানুভূতি আদায় করা যায়। বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়া প্রসঙ্গে তাকে এভাবেই কটাক্ষ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার সকালে জগদ্দলের মজদুর ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দিদিমণি নন্দীগ্রামে হারাবেন বুঝতে পেরেই গিমিক পলিটিক্সের আশ্রয় নিচ্ছেন যাতে মানুষের সহানুভূতি আদায় করা যায়। এটা দিদিমনি নাটক ছাড়া আর কিছু নয়। এদিন সাংসদ অর্জুন সিংয়ের দাবি,সেন্ট্রাল ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরি বিশেষজ্ঞদের দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়িটি পরীক্ষা করে দেখা হোক। দ্বিতীয়ত এইমসের বিশেষজ্ঞ টিম দিয়ে উনার ক্ষতস্থান পরীক্ষা করে দেখা হোক।

তৃতীয়ত যে সমস্ত উর্ধতন পুলিশ অফিসাররা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দ্বায়িত্বে ছিলেন তাদের এখনই সাসপেন্ড করা উচিত। পাশাপাশি তিনি এই ঘটনার সিবিআই তদন্তের দাবিও করেন। সাংসদের প্রশ্ন মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছেন। তাহলে কেন উনাকে নন্দীগ্রাম থেকে কোলকাতায় নিয়ে আসতে হল। তাছাড়া এসএসকেএম হাসপাতালে ভর্তি হবার পর এমআরআই করতে উনাকে এক কিলোমিটার দূরে বাঙুরে কেন নিয়ে যাওয়া হল তাও বিস্ময়ের ব্যাপার। একই ছাদের তলায় যদি সব সুবিধা না মেলে তাহলে এসএসকেএম কিসের সুপার-ডুপার স্পেশালিটি হাসপাতাল। এমনই প্রশ্ন তুলেছেন সাংসদ অর্জুন সিং। তার দাবি রাস্তার ধারে পুঁতে রাখা লোহার বিমে উনার গাড়ির দরজায় ধাক্কা লাগে। আর তাতেই মুখ্যমন্ত্রীর চোট পেয়েছেন। ওখানকার প্রত্যক্ষদর্শীরাও একই কথা বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার দাবি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দ্বায়িত্ব দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীর হাতে।