এই মুহূর্তে জেলা

জয় শুধু সময়ের অপেক্ষা , প্রচারে বেরিয়ে দাবি পানিহাটির তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের

ব্যারাকপুর , ৮ মার্চ:- জোর কদমে প্রচার শুরু করে দিলেন পানিহাটির তৃণমূল পার্থী নির্মল ঘোষ। সোমবার সাত সকালে দলীয় কর্মীদের নিয়ে পানিহাটি এলাকার গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলিতে চুটিয়ে প্রচার সারলেন তৃণমূল পার্থী নির্মল ঘোষ। এদিন তিনি প্রচারের ফাঁকে পথ চলতি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এমনকি তাদের অভাব-অভিযোগও শোনেন। প্রচার শেষে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ সাংবাদিকদের বলেন,১৯৯৬ সাল থেকে টানা পানিহাটিতে পার্থী হয়ে লড়াই করে আসছি। ২০০৬ সালে একবার এখানে পরাজিত হয়েছিলাম। তার স্বীকারউক্তি, ওই সময় আমার মনে একটা আত্মবিশ্বাস জন্মেছিল যে আমি তো জিতবই। সেই সময় ক্ষমতার একটা দম্ভ হয়ে গেছিল আমার মনে। আর তাই সেই সময় পানিহাটির মানুষ আমাকে পরাজিত করে একটা শিক্ষা দিয়েছিলেন।

তাছাড়া পানিহাটির মানুষ সদা, সর্বদা এবং সবসময়ই আমার ওপর আস্থা রেখেছেন। তৃণমূল পার্থীর বক্তব্য এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম যেই দাড়াক না কেন। আমার জয়লাভ নিশ্চিত। জয়টা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তার দাবি পানিহাটির মানুষই আমাকে জয়ি করবেন। কেননা সাধারণ মানুষ কাজ দেখে। এলাকার শান্ত পরিবেশ দেখে। যেটা এখানে বিরাজমান। তাই তারা আমাকে আরও একবার এবারের নির্বাচনে জয়ি করবেন বলে আমি নিশ্চিত। তার কথায় পানিহাটির মানুষ এলাকার শান্ত পরিবেশ ও কাজ দেখে আমাকে ফের জয়ী করে আনবেন। কেননা এখানে সকল প্রকার মানুষের মধ্যে একটা শান্তিপুর্ন সহাবস্থান আছে। সর্বোপরি তৃণমূল পার্থীর আত্মবিশ্বাস, পানিহাটি বিধানসভায় জয়ের ব্যাপারে তার সবচাইতে বড় সুবিধা হল, এখানকার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ঘরের মেয়ে বলে মনে করেন।