এই মুহূর্তে জেলা

আন্তর্জাতিক নারী দিবসে দেবীর অকাল বোধন, মমতাকে মুখ্যমন্ত্রী করার প্রার্থনা কন্যাশ্রী-রূপশ্রীদের !

সুদীপ দাস , ৮ মার্চ:- বর্তমান ভারতবর্ষে একমাত্র বিদায়ী মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসে ৩য় বারের জন্য সেই মহিলাকেই মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চেয়ে দেবী দূর্গার আরাধনা করলেন চুঁচুড়ার ৭নম্বর ওয়ার্ডে কাপাসডাঙ্গা এলাকার মহিলারা। এদের মধ্যে কেউ কন্যাশ্রী, কেউ রূপশ্রী, কারোর বা স্কুল যেতে ভরসা সবুজ সাথীর সাইকেল। কেউ আবার গৃহবধু তো স্বামীকে হারিয়ে কেউ চায়ের দোকান চালিয়ে মেয়েকে কন্যাশ্রী করেছেন। সোমবার আন্তর্জাতিক নারী দিবসে এইসমস্ত নারীরাই একত্রিত হয়ে দেবী দূর্গার অকাল বোধনে সামিল হলেন। মায়ের কাছে প্রার্থনা করলেন নারী হিসাবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই ৩য় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আসীন হন। আন্তর্জাতিক নারী দিবসের দিন সকলকে একত্রিত করে যার উদ্যোগে এই কর্মকান্ড পালিত হলো তিনি হলেন স্থানীয় গৃহবধু মণিদীপা সরকার। মনিদীপার মতে ২০২১ সালে দাঁড়িয়ে আমরা অনেক বড় বড় কথা বলি। নারীদের সন্মান জানাই। কিন্তু দেখুন ভারতের মত এত বড় অঙ্গরাজ্যে বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় নারীশক্তিকে এগিয়ে নিয়ে যেতে কি কি করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কন্যাশ্রী, রূপশ্রীর কথা বাদ দিন একজন সাধারন গৃহবধুও আজ গর্ব করে বলতে পারে পরিবারের স্বাস্থ্যসাথীর কার্ড হোল্ডার “আমিই”।

তাই আজ আন্তর্জাতিক নারী দিবসের দিন আমরা নারী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করার জন্য নারীশক্তির প্রতীক দেবী দূর্গার শরনাপন্ন হয়েছি। দুই কন্যাশ্রী গীতা দত্ত ও তানিয়া প্রামানিক বলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকার কোনদিন ভূলতে পারবো না। সবুজসাথীর সাইকেল তো আগেই পেয়েছি, প্রতিবছর কন্যাশ্রীর টাকা পেয়েছি। তবে করোনা কালে অনলাইন ক্লাস করতে আমাদের প্রচন্ড অসুবিধা হয়েছিলো। দিদির উদ্যোগে ট্যাব হাতে পেয়ে আজ আমাদের পড়াশুনার সমস্যা দূর হয়েছে। তাই আমরা পুনরায় দিদিকেই চাই। কন্যাশ্রীর পর রূপশ্রী পাওয়া তপশ্রী দে বলেন আমার দৃঢ় বিশ্বাস মা দূর্গার আশির্বাদে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দেবী দূর্গার আরাধনা করা মনিকা টিকাদার বছর দেড়েক আগে স্বামীকে হারিয়েছেন। বর্তমানে তিনিই স্বামীর চায়ের দোকান চালিয়ে মেয়েকে মানুষ করছেন। বছর কয়েক আগে রাজনৈতিক কর্মসুচীতে এসে মনিকা দেবীর চায়ের দোকানে বসে চা খেয়ে গেছেন তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বিজেপি নেতা রবি প্রসাদ। মনিকা দেবীও বলেন কন্যাশ্রীর জন্য আমার মেয়ের পড়াশুনা চলছে। আমার স্বাস্থ্যসাথীর কার্ড হয়েছে। রেশনে বিনা পয়সায় চাল পাচ্ছি। আজ আন্তর্জাতিক নারী দিবসের দিন আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়ই পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী হোক।