এই মুহূর্তে কলকাতা

নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে শুভেন্দু।

কলকাতা , ৬ মার্চ:- লড়াইয়ের পটভূমি তৈরি হয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণা হয়ে গেল।রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শনিবার আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই প্রার্থী তালিকা অনুযায়ী পূর্বমেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির পতাকা নিয়ে লড়াইয়ে নামছেন শুভেন্দু অধিকারী। আরও ভালো ভাবে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তরুপের তাস হচ্ছেন একদা নন্দীগ্রাম জমি আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে বিজেপি প্রার্থী হিসাবে শুভেন্দুর নামে সিলমোহর দেওয়ায় ২০২১ সালের বিধানসভা ভোটের ভরকেন্দ্র স্থানান্তরিত হল একদা কৃষক আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে। যে আন্দোলনে ভর করে রাজ্যে দীর্ঘ সাড়ে তিন দশকের শাসন ক্ষমতার পরিবর্তন সূচিত হয়েছিল। আবার সেই নন্দীগ্রাম থেকেই আরেক দফা পরিবর্তনের চিত্রনাট্য লেখা হবে কিনা সেদিকে চোখ থাকবে গোটা দেশের। শনিবার ৫৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি।এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অবশ্যই নন্দীগ্রাম আসনটি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আসন অবশ্যই পশ্চিম মেদিনীপুরের ডেবরা।

এখানে তৃণমূল প্রার্থী হিসাবে ঘোষণা করেছে প্রাক্তন আমলা হুমায়ুন কবীরের নাম। যিনি কয়েকদিন আগেই চাকরিজীবন থেকে অবসর নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এবার সেখানে বিজেপি প্রার্থী আরেক প্রাক্তন আমলা ভারতী ঘোষ। ২০১৯ লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেন একদা মমতা ঘনিষ্ঠ ভারতী। লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রার্থীও হন তিনি। কিন্তু পরাজিত হন। এবার ডেবরার দুই প্রাক্তন আমলার লড়াই সাক্ষী হতে চলেছে। এছাড়াও পটাশপুর থেকে লড়বেন অম্বুজাক্ষ মোহান্তি। কাঁথি উত্তরে প্রার্থী সুনীতা সিংহ। কাঁথি দক্ষিণ থেকে অরূপকুমার দাস। দাঁতন থেকে শক্তিপদ নায়ের, গোপীবল্লভপুর থেকে সঞ্জীব মাহাতো, বিনপুর থেকে পালন সোরেন প্রার্থী হচ্ছেন। বলরামপুর থেকে বনেশ্বর মাহাতো, জয়পুর থেকে নরহরি মাহাতো, পুরুলিয়া থেকে সুদীপ মুখোপাধ্যায়, ছাতনা থেকে সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তমলুক থেকে বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা। ময়না থেকে বিজেপি প্রার্থী অশোক ডিন্ডা। নন্দকুমার থেকে বিজেপি প্রার্থী নীলাঞ্জন অধিকারী। হলদিয়া থেকে বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল। নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সবং থেকে বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। ডেবরা থেকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বিষ্ণপুর থেকে বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ। ইন্দাস থেকে বিজেপি প্রার্থী নির্মল ধাড়া।