এই মুহূর্তে জেলা

জটু লাহিড়ীর পর বিজেপিতে যোগ দিলেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার।

হাওড়া , ৬ মার্চ:- জটু লাহিড়ীর পর বিজেপিতে যোগ দিলেন প্রার্থী হতে না পারা হাওড়ার সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। দলের প্রার্থী হিসেবে টিকিট না পেয়ে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী। সেই পথেই হেঁটে একইভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানালেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও দল ও সরকারের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দেন। এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, দলে এসে মানুষের জন্য কাজ করতে চাইলে সবাই স্বাগত। সকলকে হয়তো প্রার্থী করা যাবে না।