এই মুহূর্তে জেলা

স্থানীয় কাউকে প্রার্থী করা হোক, বালিতে দাবি উঠল দলের অন্দরেই।

হাওড়া , ৪ মার্চ:- দলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই বুধবার বালি বিধানসভা এলাকার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, নেতা-কর্মীরা নিজেরা এক বৈঠকে মিলিত হয়ে দাবি তোলেন স্থানীয় কাউকে এবার বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হোক। বহিরাগত কাউকে দল প্রার্থী করলে তা মানা হবেনা না বলেও সরব হন তাঁরা। এটা কী বালিতে দলের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া ? বৃহস্পতিবার এই নিয়ে প্রশ্ন করা হলে দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “এটা বিরূপ প্রতিক্রিয়া কিছু নয়।

আমরা দু’বার সেখানে প্রার্থী দিয়েছিলাম। দল বিশ্বাস করে তাদের প্রার্থী করে পাঠিয়েছিল। দল তাদের জিতিয়েছিল। কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের জিতিয়েছিলেন। মানুষ তাদের জিতিয়েছিলেন। কিন্তু তাঁরা জিতে মানুষের সম্মান রাখেননি। মানুষের ভরসা রাখেননি। সেই কারণেই দাবি উঠেছে স্থানীয় কাউকে এবার বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হোক। সেই দাবিকে আমরাও সম্মান দিই। দলও সেই দাবিকে নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবে। কিন্তু দলের সিদ্ধান্তই শেষ কথা। যে দাবিটা উঠেছে সেটাকে আমিও সম্মান দিচ্ছি। এটা যুক্তিপূর্ণ দাবি। দলও সেটাকে যুক্তিপূর্ণ মনে করে সেইভাবে চিন্তাভাবনা করছে।”