এই মুহূর্তে জেলা

হাওড়া থানা এলাকায় মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি। তদন্তে পুলিশ।

হাওড়া , ৪ মার্চ:- হাওড়া থানার অন্তর্গত হাট লেন ও রামেশ্বর মালিয়া লেন এলাকায় গত ২ দিনে পৃথক দুটি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, হাট লেনের একটি মোবাইল ফোনের দোকানে বুধবার রাতে চুরি হয় নগদ সহ বেশ কিছু দামি মোবাইল। দোকান মালিক কৃষ্ণ প্রসাদ সকালে ঘটনার কথা জানতে পারেন। তাঁর অভিযোগ, ঘটনাটি ঘটে রাত দুটো থেকে তিনটের মধ্যে। নগদ প্রায় ৩০ হাজার টাকা সহ বেশ কিছু ফোর-জি মোবাইল হ্যান্ডসেট দোকান থেকে চুরি হয়। এই ঘটনায় হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। অন্যদিকে, হাওড়া থানার অন্তর্গত রামেশ্বর মালিয়া লেনের একটি মন্দিরেও গত মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বাবা লোকনাথ শিব মন্দিরে চুরি হয়। ওই এলাকার সিসিটিভি পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।