এই মুহূর্তে জেলা

পরিত্যক্ত বাড়িতে সাফাই করতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম এক সাফাই কর্মী জগদ্দলে।

ব্যারাকপুর, ২ মার্চ:- একটি পরিত্যক্ত বাড়িতে আবর্জনা সাফাই করতে গিয়ে সেখানে লুকিয়ে রাখা বোমা ফেটে গুরুতর জখম একজন সাফাই কর্মী। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর ব্যানার্জি পাড়ায়। দীর্ঘদিন ধরে পরে থাকা জরাজীর্ণ ওই বাড়িরটির অংশিদাররা সম্প্রতি স্থানীয় এক বাসিন্দা সুব্রত সরকারের কাছে বিক্রি করে দেন। সোমবার থেকে বর্তমান বাড়িটির মালিক সুব্রতবাবু দুজনকে সাফাইয়ের কাজে লাগান। এদিনও সকালে ওই দুই সাফাই কর্মী বাড়ি ভেতর আবর্জনা সাফাই করছিলেন।

সেই সময় দুষ্কৃতীদের লুকিয়ে রাখা বোমা হটাৎই ফেটে যায়। সেই বোমার আঘাতে গুরুতর আহত হন সুধাংশু মন্ডল নামে এক সাফাই কর্মী। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কল্যাণীর জেএমএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে শান্তিপ্রিয় ব্যানার্জি পাড়ার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বিদায়ী কাউন্সিলর হিমাংশু সরকারের দাবি,দুষ্কৃতীরা ওখানে বোমা লুকিয়ে রেখেছিল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। কে বা কারা, কি উদ্দেশ্যে ওখানে বোমা রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।