এই মুহূর্তে কলকাতা

২৮৬ টি অভিযোগ জমা পড়ল কমিশনে।

রিংকা পাত্র , ১ মার্চ:- গত ২৬ শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। তার সাথে সাথেই আরোপ হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের অফিসে ২৮৬ টি অভিযোগ জমা পড়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু । তিনি আরো জানান যে সমস্ত অভিযোগ জমা পড়েছে তার মধ্যে ১৮৪টি অভিযোগকে সঠিক বলে চিহ্নিত করন করা হয়েছে এবং তার মধ্যে কিছু অভিযোগকে সমাধান করা হয়েছে। সঞ্জয় বসু আরোও জানান ‘cVIGIL’ অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের পক্ষ থেকে অভিযোগ জানানোর একটি জনপ্রিয় ব্যবস্থা যা গত নির্বাচনে বেশ ভালো রকম ভাবেই সন্তোষজনক হয়ে উঠেছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বছর ভোট কর্মী ছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য তিনটি ক্যাটেগরি তৈরি করা হয়েছে। সে ক্ষেত্রে যে সমস্ত ভোটার পিডব্লিউডি বেঞ্চমার্ক সার্টিফিকেট আছে , যে সমস্ত ভোটারের বয়স ৮০বেশি এবং যে সমস্ত ভোটার করণায় আক্রান্ত অথবা কোয়ারেন্টিনে রয়েছে তাদেরকে চিকিৎসকের নির্দিষ্ট সার্টিফিকেট জমা দিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।সাধারণত পোস্টাল ব্যালটে ভোট দেন যারা ভোটের কাজে নিযুক্ত থাকেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন দিন ঘোষণা হওয়ার সাথে সাথেই বুথ লেভেল নির্বাচনী আধিকারিকরা তাদের লিস্ট অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ১২ডি ফর্ম দিচ্ছে। নোটিফিকেশন প্রকাশের পাঁচ দিনের মধ্যে সেই ফর্ম সংগ্রহ করে স্কুটিনি করার পর ব্যালট পেপার দেওয়া হবে।