এই মুহূর্তে জেলা

নিমতায় সক্রিয় বিজেপি কর্মী ও তার বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

ব্যারাকপুর , ২৭ ফেব্রুয়ারি:- রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট জারি হবার পরও অব্যাহত রাজনৈতিক হিংসা। শুক্রবার রাতে বিজেপির এক সক্রিয় কর্মী ও তাঁর বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিমতা থানার উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। অভিযোগ,এলাকার সক্রিয় বিজেপি কর্মী তথা মন্ডলের সদস্য গোপাল মজুমদারের ঘরে ঢুকে একদল দুষ্কৃতী তাঁকে ও তাঁর বৃদ্ধা মাকে মারধর করেছে। আক্রান্ত বিজেপি কর্মী গোপাল মন্ডলের অভিযোগ,শুক্রবার মাঝ রাতে দুটি তালা ভেঙে তিনজন দুষ্কৃতী ঘরে ঢুকে তাকে প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বিজেপি করা যাবে না বলেও হুমকি দেয়।

এরপরেই তারা তাকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে। তখন সে মাটিতে পড়ে গেলে ওই দুষ্কৃতীরা তাকে চর,কিল,ঘুষি ও লাথি মারতে থাকে। সেই মুহূর্তে গোপালবাবুর বৃদ্ধা মা এগিয়ে আসতেই দুষ্কৃতীরা তাকেও রেহাই দেয়নি বলে তার অভিযোগ। এদিকে পিস্তলের আঘাতে বিজেপি কর্মী গোপাল মজুমদারের মাথা ফুলে গেছে। এদিকে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই পুলিশ পিকেট বসানো হয়েছে। যদিও ওইদিন রাতেই দুষ্কৃতীদের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি ওদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।