হুগলি , ১৯ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ায় বজরং দলের নাম দেওয়া যুবক যুবতীদের একসঙ্গে দেখলে কঠোর শাস্তি দেওয়া হবে এই পোস্টার দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এলাকায়। এবার বজরং দলের সেই পোস্টারের প্রতিবাদ জানিয়ে তার পাল্টা পোস্টার পড়লো উত্তরপাড়ায়। পোস্টার মারলো ভগৎ সিং যুব ব্রিগেড। সরস্বতী পুজোর দিন উত্তরপাড়া ও কোন্নগরে বিভিন্ন জায়গায় দেখা যায় বজরং দল পোস্টার মেরেছে যাতে লেখা ছিল ভ্যালেন্টাইন ডে সমাজকে কলুসিত করছে।তাই যুবক যুবতীদের একসঙ্গে দেখলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।
এবং আগামী দিনে তাদের দল সরকারে ক্ষমতায় এলে এই নিয়ে আইন আনার কথাও লেখা ছিল পোস্টারে।সেই পোস্টার দেখার পরেই নিন্দার ঝড় ওঠে সব মহলে।কিভাবে মানুষের ব্যাক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে কোনো দল এভাবে পোস্টার মারতে পারে সেই নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এরপর দেখা গেল উত্তরপাড়ায় বজরং দলের পোস্টারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় তার পাল্টা পোস্টার মারলো ভগৎ সিং যুব ব্রিগেড। সেই পোস্টারে লেখা রয়েছে “ভালোবাসার অধিকারের উপর খবরদারি করা গেরুয়া হনুমানের দল হুঁশিয়ার”। এমন পোস্টারে এবার ছেয়ে গেল হুগলি জেলার উত্তরপাড়ার বিভিন্ন এলাকা।